Home
 
করোনা নিয়ে সাভার থেকে সাতক্ষীরায় !
আজকের কলারোয়া - 10/06/2020
করোনা আক্রান্ত হওয়ার খবরটি গোপন করে এক ব্যাংক কর্মকর্তা (৩৮) ঢাকার সাভার থেকে পরিবার নিয়ে নিজ বাড়ি সাতক্ষীরায় আসার তিন দিন পর অবশেষে উক্ত কর্মকর্তার বাড়ি লক ডাউন করেছে প্রশাসন। এরআগে তিনি করোনা আক্রান্ত হয়ে গত ৫জুন সাতক্ষীরার কলিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের নিজ বাড়িতে আসেন। গোপনে সংবাদ পেয়ে অবশেষে বাড়িতে আসার তিনদিন পর সোমাবার বিকালে তার বাড়ি লকডাউন করে প্রশাসন। করোনাভাইরাসে আক্রান্ত ব্যাংক কর্মকর্তা সাউথইস্ট ব্যাংক লিমিটেডের সাভার শাখায় ক্যাশিয়ার হিসেবে কর্মরত। কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান জানান, ঈদের পর থেকে ঢাকার সাভারে অসুস্থ ছিলেন ওই ব্যাংক কর্মকর্তা। গত ২ জুন তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ৪ জুন স্বাস্থ্য বিভাগের রিপোর্টে তার করোনা পজিটিভ ধরা পড়ে। পরে ৫জুন সেখান থেকে গোপনে অ্যাম্বুলেন্সযোগে স্ত্রী ও মেয়েকে নিয়ে সাতক্ষীরার বাড়িতে চলে আসেন। তবে তিনি তার অসুস্থতার বিষয়টি কাউকে জানাননি। ইউপি চেয়ারম্যান বলেন, পরবর্তীতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাটি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনকে জানানো হয়। পরে সোমবার তার বাড়ি লকডাউন করে দেয় স্থানীয় প্রশাসন। কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আক্রান্ত ব্যাংক কর্মকর্তা সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ঢাকা সাভার শাখায় কর্মরত আছেন। গত ৪জুন ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ল্যাবে করোনা পজিটিভ ধরা পড়ে। পরে বিষয়টি তিনি গোপন করে অ্যাম্বুলেন্সেযোগে সাতক্ষীরার বাড়িতে চলে আসেন। তিনি বলেন, বিষয়টি স্থানীয়দের কাছ থেকে জানতে পেরে তার বাড়ি ও তার ভাইয়ের বাড়ি লকডাউন করা হয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে তথ্য গোপন করায় আমরা তার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছি। কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম আজিজুর রহমান বলেন, ঘটনাটি জানার পর স্বাস্থ্য বিভাগ ও পুলিশের কুইক রেসপন্স টিমের সদস্যরা তার বাড়ি লকডাউন করে দেয়। তিনি সকলকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com