|
কলারোয়ায় সরকারী জমিতে ঘর নির্মানের নির্দেশতহশীলদার ও কানুনগোর বিরুদ্ধে অভিযোগ
আজকের কলারোয়া -
13/07/2019
কলারোয়া উপজেলার ২নং জালালাবাদ ইউনিয়নে সরকারী জমিতে বাড়ি-ঘর নির্মানের নির্দেশ দেওয়ায় তহশীলদার ও কাননুগোর বিরুদ্ধে কলারোয়া প্রেসক্লাবে এক লিখিত অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিংহলাল গ্রামের আমিন উদ্দীনের ছেলে রুস্তম মোড়ল এ অভিযোগ করেন। তিনি তার লিখিত অভিযোগে বলেন, ৯৬ নং সিংহলাল মৌজায় ৮২৫ নং দাগে খাস সম্পত্তির উপর শহিদুল মোড়ল নামে এক ব্যক্তি পাকা বাড়ি ঘর তৈরী করছেন। সে আলোকে তিনি গত ১০ দিন আগে জালালাবাদ ভুমি তহশীলদারের নিকট উক্ত দাগের প্লট চিহ্নিত করার জন্য লিখিতভাবে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১০ জুলাই তহশীলদার আমিরুল ইসলাম ও কানুনগো ওই জমিতে মাপ জরিপে যান। তিনি অভিযোগ করে আরো বলেন, তাকে না জানিয়ে তার অনুপস্থিতিতে ওই দাগের দক্ষিন পূর্ব পার্শ্বে খাস জমি থাকলেও ওই পাশে মাপ জরিপ না করে অন্য পাশে মাপ জরিপ দেখিয়ে তাকে (শহিদুল) ঘর বাড়ি করার নির্দেশ দেয়। এরপর থেকে শহিদুল পুনরায় ঘর বাড়ি তৈরী শুরু করেছেন। প্রকৃতপক্ষে খাস খতিয়ান অর্থ্যাৎ সরকারী জমিতে বাড়ি ঘর তৈরী হয়ে গেলে সরকারী জমি বেদখল হবে। এমনকি সরকারী খাস খতিয়ানের রাস্তাটি বন্ধ হয়ে গেলে এলাকার জনসাধারণের চলাচল বন্ধ হয়ে যাবে। এই সম্পত্তি পুনরায় মাপ জরিপ করে সরকারী জমি চিহ্নিত করে ওই জমিতে কেউ যাতে ঘরবাড়ি তৈরী না করতে পারে সে জন্যে তিনি সাংবাদিকদের মাধ্যমে সাতক্ষীরা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তার সু-দৃষ্টি কামনা করেছেন।
এ বিষয়ে তহশীলদারের ০১৭২০-৫৪৮৯০৮ মুঠো ফলে বারবার যোগাযোগ করলে তিনি তার মোবাইল ফোনটি রিসিফ করেননি।
এদিকে কাননুগো বলেন, আমি আমার উর্দ্ধোতন কর্মকর্তার অনুমতি ছাড়া এ বিষয়ে আপনার সাথে কথা বলবো না।
|