Home
 
কলারোয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
আজকের কলারোয়া - 13/07/2019
কলারোয়ায় বালতির পানিতে পড়ে আরিফা নামে দুই বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। নিহত আরিফা উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের পাঁচপোতা গ্রামের দক্ষিণ পাড়ার আক্তারুল ইসলামের ছোট মেয়ে। শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যায় মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার সন্ধ্যার দিকে পাচঁপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি টিউবওয়েলের পাশে থাকা বালতিভর্তি পানিতে খেলা করছিলো আক্তারুল ইসলামের এক ছেলে ও এক মেয়ে। তাদের মা আমেনা রান্না করছিলেন। ভাইবোনের খেলার এক পর্যায়ে বোন আরিফা বালতির ভিতরে পানিতে ডুবে থাকা গ্লাস তোলার চেষ্টা করছিলো। তখন শিশু আরিফা পা পিছলে পানিভর্তি বালতির মধ্যে পড়ে যায়। পরে তার আত্মচিৎকারে আরিফার মা ছুটে এসে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরিফাকে মৃত ঘোষণা করেন। কলারোয়া সরকারি হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. মেহবুবা রহমান জানান সন্ধ্যায় অচেতন ও পার্লসশূন্য অবস্থায় শিশুটিকে নিয়ে আসলে আমাদের পক্ষ থেকে যথাসম্ভব চেষ্টার পরেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। পরে শিশুটির মৃত্যু নিশ্চিত প্রমাণ হলে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়। ৫নং কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল দৈনিক পত্রদূত’কে ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে, শিশুটির করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com