|
কলারোয়ায় পাথর বোঝাই ট্রাক পুকুরে !এক নারীর মৃত্যু
আজকের কলারোয়া -
16/07/2019
কলারোয়ায় ঢাকাগামী পরিবহনকে সাইড দিতে যেয়ে পাথর বোঝাই ১০ চাকার একটি ট্রাক (ঢাকা- ২৫৩/অ) নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে পুকুরে উল্টে পড়েছে। এসময় ট্রাকের ধাক্কায় কমলা রানী হালদার (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে কলারোয়া পৌর সদরের ঝিকরা প্রি-ক্যাডেট স্কুল সংলগ্ন যশোর-সাতক্ষীরা মহাসড়কে এঘটনা ঘটে।
নিহত কমলা রানী পৌর সদরের ঝিকরা গ্রামের মৃত, নিতাই হালদারের স্ত্রী। তিনি কলারোয়া মাছ বাজারে পানি দেওয়া ও মাছ পরিস্কারের কাজ করতেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী শরিফ জানান, ভোরে ঝিকরা প্রি-ক্যাডেট স্কুল সংলগ্ন এলাকায় যশোর দিক থেকে আসা পাথরভর্তি দশ চাকার একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী পরিবহনকে সাইড দিতে যেয়ে পাথরভর্তি ট্রাকটি রাস্তার পাশে পুকুরে উল্টে পড়ে যায়। এ সময় ট্রাকের ধাক্কায় কমলা রানী হালদার ঘটনাস্থলেই মারা যায়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে এর আগেই ঘাতক ট্রাকটির চালক ও হেলপার পালিয়ে যায়।
কলারোয়ায় থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কমলা রানী মরদেহ উদ্ধার করেছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
|