|
কলারোয়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা
আজকের কলারোয়া -
19/07/2019
কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসায় দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মের মাঝে সততা, নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দূর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে দুর্নীতি বিরোধী বিতর্ক, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১০ টায় মাদ্রাসা হল রুমে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যেগে দূর্নীতি বিরোধী ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালিয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি প্রভাষক জেএম ফরিদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা রবিউল হক, সহ-সুপার মাওলানা আলতাফ হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য ডা.আমজাদ হোসেন, হাফেজ নেছার আলী, মাদ্রাসা পরিচালনা পরিষদের বিদ্যুতসাহী সদস্য শরিফুল ইসলাম, আলহ্বাজ আমজাদ হোসেন, আজাদ গাজী,মাদ্রাসার শিক্ষক মাওলানা ফজলুল হক, বোয়ালিয়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুর রহমান প্রমুখ।
এসময় প্রতিষ্ঠানের মেধাবী ছাত্রীদের মধ্যে দুর্নীতি প্রতিরোধে সরকার ও প্রশাসনের ভুমিকা বিষয়ে তথ্যবহুল বিতর্ক ও রচনা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সকল কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন।
|