Home
 
কলারোয়ায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট
খোরদো-পাকুড়িয়া ও কেরালকাতা চ্যাস্পিয়ন

আজকের কলারোয়া - 19/07/2019
কলারোয়ায় উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতলো খোরদো-পাকুড়িয়া ও কেরালকাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বৃহস্পতিবার বিকেলে কলারোয়া ফুটবল ময়দানে অনুষ্ঠিত ফাইনালে বালিকাদের অংশগ্রহণে বঙ্গমাতা গোল্ডকাপে কেরালকাতা টাইব্রেকারে ৩-০ গোলে কাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে শিরোপা দখল করে। অপরদিকে, বালকদের অংশগ্রহণে বঙ্গবন্ধু গোল্ডকাপে খোরদো-পাকুড়িয়া ৪-১ গোলে তুলসীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে শিরোপা জয় করে। বালিকাদের অংশগ্রহণে বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল খেলা মাঠে উপভোগ করে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি প্রদান করেন প্রধান অতিথি সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকু প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফর উদ্দিন, বাবলু রহমান, ইউআরসি ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার, উপজেলা ইউসিসিএ লি: এর সভাপতি মশিয়ার রহমান, কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, উপজেলা দুপ্রক সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, কপাই সম্পাদক এড. শেখ কামাল রেজা প্রমুখ। ফাইনাল খেলা দু’টি পরিচালনা করেন জিএম মাসউদ পারভেজ মিলন, মিয়া ফারুক হোসেন স্বপন, সাঈদ হোসেন, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম ও রুহুল আমিন। ধারাভাষ্যে ছিলেন সাংবাদিক শেখ শাহাজাহান আলি শাহিন, শিক্ষক এসএম আসাদুর রহমান ও আব্দুল ওহাব মামুন।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com