|
জমি সংক্রান্ত বিরোধের জেরেসাতক্ষীরার তালায় এক যুবক খুন
আজকের কলারোয়া -
22/07/2019
সাতক্ষীরার তালা উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় খালেক সরদার (২৬) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের চাচা রাজ্জাক সরদার। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার মুড়াগাছা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
নিহতের ফুফা সামাদ সরদার জানান, মুড়াগাছা গ্রামের ধোনা সরদারের সঙ্গে সাইদ সরদারের বাড়ি থেকে বের হওয়ার রাস্তা তৈরি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে সোমবার সকালে ধোনা সরদারের পরিবারের লোকজন লোহার রড, শাবল ও ইট দিয়ে প্রতিপক্ষ সাইদ সরদারের ছেলে খালেক সরদারকে পেটাতে থাকে। এ সময় খালেককে উদ্ধার করতে চাচা রাজ্জাক সরদার এগিয়ে আসলে তাকেও পেটায় হামলাকারীরা।
পরে গুরুতর আহত অবস্থায় খালেক ও রাজ্জাককে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হয়। এরপর খালেককে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
তালা থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। পুলিশ তাদের ধরতে অভিযানে নেমেছে।
|