Home
 
কলারোয়ায় জমিজমা বিরোধ
একই পরিবারে ৪জন আহত

আজকের কলারোয়া - 23/07/2019
কলারোয়ায় জমিজমা সংক্রান্তের জের ধরে একই পরিবারে ৪ সদস্যকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদহ গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে- উপজেলার শাকদহ গ্রামের নিরহ কৃষক আ. সবুর খানের জমি নিয়ে দীর্ঘ দিন ধরে প্রতিপক্ষদের সাথে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার প্রতিপক্ষরা তার বাড়ীতে এসে গালিগালাজ শুরু করে। এতে প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত হয়ে আ. সবুর খান (৫০), তহমেনা খাতুন (২৩), রাব্বি খান (২০) ও সাঈদ খান (২৫) কে ধরে এলোপাতাড়ী ভাবে পিটিয়ে জখম করে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতরা কলারোয়া হাসপাতালে ভর্তি হয়। এঘটনায় কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com