|
ছাগল চুরি করার সময় ..........কলারোয়ায় আটক - ৩
আজকের কলারোয়া -
23/07/2019
কলারোয়ায় ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ৩জন চোরকে আটক করে পুলিশে সোর্পদ করেছেন স্থানীয় জনতা। সোমবার বেলা ৩টার দিকে উপজেলার রায়টা বিশ্বাস পাড়া মাঠের মধ্যে এ ছুরির ঘটনা ঘটে।
আটককৃতরা হলো- উপজেলার গোপিনাথপুর গ্রামের সাহাদাৎ হোসেনের ছেলে তরিকুল ইসলাম (৩৮), উত্তর গোপিনাথপুর গ্রামের ঝন্টুর ছেলে রিপন হোসেন (৩৭), সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিন পাথরঘাটা গ্রামের রফিকুল ইসলামের ছেলে রিপন (৩৫)।
স্থানীয়রা জানান, ছাগলগুলো ওই সময় রায়টা গ্রামের বিশ্বাসপাড়া মাঠে রাস্তার উপরে ঘাস খাচ্ছিল। এসময় ওই সংঘবদ্ধ চোরগুলো তাদের নছিমন থামিয়ে ছাগলগুলো নছিমনে থাকা পানির ড্রামে ভরছিলেন। ছাগলের ডাকডাকিতে পাশে থাকা লোকজন ছুটে এসে নছিমনসহ ওই তিন চোরকে হাতেনাতে আটক করে। পরে থানা পুলিশে সোর্পদ করে জনতা।
এ ঘটনায় কলারোয়া থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা যায়।
|