|
উপজেলা সমাজসেবা অফিস....কলারোয়ায় ভাতার টাকার বিতরণ
আজকের কলারোয়া -
23/07/2019
কলারোয়া উপজেলা সমাজসেবা অফিসে স্বামী পরিত্যাক্ত মহিলাদের মাঝে ভাতার টাকা বিতরণ করা হয়েছে। সোমবার (২২ জুলাই) সকাল ১০টায় পৌরসভার ৩৪৬জন ভাতাভোগীদের মাঝে ৫লক্ষ ১৯ হাজার টাকা বিতরণ করা হয়। নুতন, পুরাতন এবং প্রতিস্থাপন ভাতাভোগীরা উপস্থিত ছিলেন ভাতা বিতরণের সময়।
উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন জানান- ‘সুষ্ঠু এবং পরিছন্ন পরিবেশে তাদের মধ্যে ভাতা বিতরণ করা হয়েছে। প্রত্যেক ভাতাভোগীরা মাসে ৫শত টাকা করে তিন মাসে ১৫ শত টাকা করে ভাতা পাচ্ছেন। অসহায় স্বামী পরিত্যাক্ত ভাতাভোগীদের যাতে কোন প্রকার সমস্যার সম্মুখীন হতে না হয় সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর সফল প্রচেষ্টা এটি।
ভাতা প্রদানের সময় আরো উপস্থিত ছিলেন ও সহযোগিতা করেন সমাজসেবা অফিসের মাঠ সহকারী হুমায়ুন কাদির, মিজানুর রহমান, ফজলুর রহমানসহ সোনালী ব্যাংকের কয়েকজন স্টাফ ও ন্যাশনাল সার্ভিসের কর্মীবৃন্দ।
|