Home
 
বৃষ্টি কামনায় কলারোয়ায় ইস্তেখরা নামাজ
আজকের কলারোয়া - 23/07/2019
বৃষ্টিপাতের কামনায় কলারোয়ায় ইস্তেখরা নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সোমবার (২২জুলাই) সকালে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাঁকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদরাসা সংলগ্ন হেড়ের বিল নামক ফসলি মাঠে সালাতুস ইস্তেখরা আদায় করেন এলাকাবাসী। নামাজে অংশ নেয়া মুসল্লিরা জানান- ফজর নামাজের পর পার্শবর্তী কেঁড়াগাছি, কাঁকডাঙ্গা, কুঠিবাড়ি, বাগাডাঙ্গা, গাড়াখালিসহ আশপাশের এলাকা থেকে মুসল্লিরা একত্রিত হতে থাকেন। সেখানে সকলে মিলে ইস্তেখরা নামাজ আদায় করেন। আষাঢ়-শ্রাবণে প্রচুর বৃষ্টিপাতে কৃষক তার জমিতে ফসল ফলায় কিন্তু চলতি বছর খরা যাওয়ায় কৃষক তাঁর জমিতে চাষাবাদ করতে পারছেন না। কৃষক করতে পারছেন না ধান চাষ, মাছ চাষিরা করতে পারছেন না মাছ চাছ। এজন্য সব শ্রেণি পেশার মানুষ মিলে আল্লাহর রহমতের বৃষ্টি কামনায় দোয়া ও সালাত আদায় করেন। ইস্তেখরা নামাজে ইমামতি করেন কাঁকডাঙ্গা মাদরাসার অবসরপ্রাপ্ত আরবি প্রভাষক মাওলানা মনিরুল হুদা। নামাজে আরও শরিক হন সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ছানোয়ার হুসাইন, কাঁকডাঙ্গা মাদরাসার প্রভাষক শামছুল আলম, সাতানি কুশখালি দাখিল মাদরাসার সহ সুপার মাওলানা আনয়ার এলাহী, মাস্টার হাবিবুর রহমান, ডা. ফজলুর রহমান কেঁড়াগাছি বায়তুর নুর জামে মসজিদের ইমাম মাওলানা আবু বক্কর ছিদ্দিকসহ এলাকার ধর্মপ্রান মুসল্লিরা।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com