|
কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত - ১
আজকের কলারোয়া -
07/05/2020
কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কামরুল গাজী (৪৫) নামে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) বেলা ১২টার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের বয়ারডাঙ্গা গ্রামে এঘটনা ঘটে।
নিহত কামরুল একই গ্রামের আজিজুর গাজীর ছেলে।
স্থানীয় ব্যবসায়ী মাজেদ সরদার জানান, বেলা ১২টার দিকে কামরুল বয়েরডাঙ্গা বটতলা বাজারে নিজ দোকানের পিছনে
সবজির বীজবপন করছিলেন। এসময়
দোকানের পিছনে থাকা বিদ্যুতের তারে ঝুড়ির আঘাত লেগে তার ছিড়ে তার শরীরে উপর পড়লে তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি বলেন, ঘটনার সময় স্থানীয় ব্যাবসায়ীরা তাকে উদ্ধার করলেও তার আগেই ব্যাবসায়ী কামরুলের মৃত্যু হয়। খবর পেয়ে তার পরিবারে সদস্যরা এসে স্থানীয়দের সহযোগিতায় তার মরাদেহ বাড়িতে নিয়ে যান।
নিহতের পরিবার জানায়, বিকাল ৪টায় গ্রামের বাড়ীতে নিহতের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
|