|
কলারোয়ায় ভিডিপি সদস্যদের মাঝেসহায়তা সামগ্রী বিতরণ
আজকের কলারোয়া -
10/05/2020
কলারোয়ায় ৩০০ দুস্থ ভিডিপি সদস্যদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলা আনসার ভিডিপি অফিসের সামনে সহায়তা হিসাবে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশব্যাপী বাংলাদেশ আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরিফ কায়কোবাদ এর নির্দেশনায় সহায়তা সামগ্রী বিতরণের ধারাবাহিকতায় কলারোয়াতে ভিডিপি সদস্যদের মাঝে এই সামগ্রী বিতরণ করা হলো।
খাদ্য সামগ্রী হিসেবে জনপ্রতি ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি ভোজ্য তেল, ১ কেজি পেঁয়াজ, ১টি সাবান ও ১ টি করে মাস্ক বিতরণ করা হয়েছে।
বিতরণকালে উপস্থিত ছিলেন ত্রাণ কমিটির সমন্বয়ক আশাশুনি উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মেহেরাব হোসেন। উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক মোমেনা খাতুন ও ইশার আলী প্রমুখ।
|