|
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধেকলারোয়ায় পুলিশ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা
আজকের কলারোয়া -
19/05/2020
কলারোয়ায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাত (১৮ মে) রাত সাড়ে ৯টার দিকে থানা চত্বরে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে কোভিড-১৯ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধকল্পে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের করণীয় নানান বিষয়ে আলোকপাত করেন কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম।
চলমান বৈশ্বিক পরিস্থিতিতে সচেতনতামূলক কার্যক্রমের গুরুত্বারোপ করেন অনুষ্ঠানের সভাপতি কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস।
অনুষ্ঠানে আলোচকেরা বলেন- 'সাধারণ মানুষকে সচেতন করতে ফ্রন্ট লাইনে স্বাস্থ্য কর্মী ও বিভিন্ন বাহিনীর পাশাপাশি মাঠ পর্যায়ে কাজ করছে বাংলাদেশ পুলিশ। জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষকে করোনা ভাইরাসের সংক্রমন রোধে সচেতনতা বৃদ্ধি করতে পুলিশ বাহিনী অগ্রনী ভূমিকা পালন করে আসছে শুরু থেকেই। ইতোমধ্যে এ বাহিনীর অনেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন কয়েকজন। করোনা ভাইরাস খালি চোখে দৃষ্টিগোচরে না থাকলেও এটির প্রতি দৃষ্টি রাখতে হবে সর্বোচ্চ সতর্কতায়। নিজের সুরক্ষা নিশ্চিত করে সাধারণ মানুষের সার্বিক ভাবে সুরক্ষিত রাখতে হবে। স্বাস্থ্য বিধি মোতাবেক কার্যক্রম জোরদার করতে হবে।'
কর্মশালায় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) বুরহান উদ্দিন, সেকেন্ড অফিসার এস.আই রাজ কিশোর পাল সহ কলারোয়া থানার সকল অফিসার ও ফোর্স।
কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক প্রচারণা ও সরকারি দিকনির্দেশনা বাস্তবায়নের ধারাবাহিকতায় কলারোয়া থানায় ওই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
|