|
সাতক্ষীরায় মোট করোনা সনাক্ত ৩৬
আজকের কলারোয়া -
28/05/2020
সাতক্ষীরায় আরও দুইজন নারী করোনাভাইরস সনাক্ত হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে ঢাকা আইইসিডিআর থেকে সাতক্ষীরার দেবহাটা ও কালীগঞ্জ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে দুইজন ছাত্রের করোনা পরীক্ষায় ফল আসে পজিটিভ। ওই দুই ছাত্রের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলায়। এ নিয়ে সাতক্ষীরা জেলায় করোনা রোগী সনাক্ত হলো ৩৬ জনের।
দেবহাটা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: আব্দুল লতিফ জানান, উপজেলার সখিপুর ইউনিয়নের এক গৃহবধুর ( ৪৫) জ¦র,সর্দি ও কাশি থাকায় তাকে গত ১৪ এপ্রিল নমুনা নেওয়া হয়। নমুনা করোনাভাইরাস পরীক্ষার জন্য পাঠানো হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে। সেখান থেকে ১৭ এপ্রিল প্রতিবেদন আসে নেগেটিভ। পরবর্তীতে খুলনা পিসিআর ল্যাব থেকে নমুনা পাঠানো হয় ঢাকার আইইসিডিআরে। বুধবার দুপুর আড়াইটার দিকে ঢাকা আইইসিডিআর থেকে মুঠোফোনের মাধ্যমে ক্ষুদে বার্তায় জানানো হয় ওই গৃহবধুর করোনা পরীক্ষার ফল পজিটিভ। বার্তা পাওয়ার পর ওই গৃহবধুর বাড়িসহ প্রতিবেশিদের নয়টি বাড়ি লকডাউন করা হয়েছে।
সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: মাহবুবুর রহমান জানান, বল্লী ইউনিয়নের এক কলেজ ছাত্রের নয়দিন আগে করোনা উপসর্গ থাকায় তার পরীক্ষা করলে পজিটিভ আসে। পরে ওই বাড়িসহ আশেপাশের ১০টি বাড়ি লকডাউন করা হয়। ওই সময় ছাত্রের মাকে (৫২) নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে পাঠানো হয়। খুলনা পিসিআর ল্যাব থেকে প্রতিবেদন দেওয়া হয় নেগেটিভ। পরে নুমনা আবার পাঠানো হয় ঢাকা আইইসিডিআরে। বুধবার দুপুর আড়াইটার দিকে মুঠোফোনের মাধ্যমে ক্ষুদে বার্তায় তাকে জানানো ওই নারীর পরীক্ষার ফল পজিটিভ।
|