|
সাতক্ষীরার দুই স্কুলে দুই পরীক্ষার্থীদুই জনই ফেল !
আজকের কলারোয়া -
31/05/2020
এবারের এসএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি। প্রতিষ্ঠান দুটি হলো, কলারোয়া শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয় ও দেবহাটার বাবুরাবাদ ধাপুখালি মাধ্যমিক বিদ্যালয়।
রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র।
তিনি জানান, প্রতিষ্ঠান দুটি থেকে একজন করে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। দুজনই ফেল করেছে। গত বছর এ তালিকায় বোর্ডের একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান ছিল সাড়াতলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়।
|