Home
 
কলারোয়ায় পুলিশের ধাওয়য়
এক বস্তা ফেনসিডিল ফেলে পালালো ৩ মাদক ব্যবসায়ীা।

আজকের কলারোয়া - 05/07/2019
কলারোয়ায় পুলিশের ধাওয় খেয়ে এক বস্তা ফেনসিডিল ফেলে পালালো ৩ মাদক ব্যবসায়ীা। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সীমান্তবর্তী মাদরা গ্রামে এঘটনা ঘটে। শুক্রবার সকালে থানার এসআই রউচ উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে ওই এলাকা দিয়ে কয়েকজন চোরাচালানী মাদক নিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করতেই মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিত টের পেয়ে একটি পলিথিনে মোড়ানো বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তায় তল্লাসী করে ২৫হাজার ৫শ টাকা মূল্যের ৫১পিচ ফেনসিডিল উদ্ধার করা হয়। এঘটনায় ৩ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা হয়েছে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ(ওসি)মুনীর-উল-গীয়াস জানান-মাদরা গ্রামের আশরাফুল ইসলাম মিন্টুর বাড়ীর ওঠান থেকে এ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এঘটনায় থানায় ৩ মাদক ব্যবসায়ীর নামে মামলা হয়েছে।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com