|
সাতক্ষীরায় ইন্টারনেটে আপত্তিকর ভিডিও পোস্ট কলেজ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা
আজকের কলারোয়া -
05/07/2019
ইন্টারনেটে আপত্তিকর ভিডিও পোস্ট করায় ক্ষোভে অপমানে রশিতে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেছে সাতক্ষীরার ঝাউডাঙ্গা কলেজের প্রথম বর্ষের এক ছাত্রী।
শুক্রবার সদর উপজেলার রামেরডাঙ্গা গ্রামে নিজ বাড়িতে সে আত্মহত্যার চেষ্টা করে। ওই ছাত্রী এখন সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
তার পারিবারিক সূত্র জানিয়েছে গ্রামের এক লম্পট যুবক কৌশলে তার আপত্তিকর ভিডিও ধারন করে। পরে সেটি সে ইন্টারনেটে ছেড়ে দেয়। গত দুই তিনদিন ধরে এ অবস্থা চলাকালে বিষয়টি জানাজানি হয়। এতে মেয়েটি ক্ষোভে ও অপমানে শুক্রবার দুপুরে বাড়ির সবার অগোচরে নিজ ঘরের আড়ায় ওড়নায় ঝুলে আত্মহত্যার চেষ্টা করে। এসময় দেখতে পেয়ে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
সাতক্ষীরা সদর থানা পুলিশ জানিয়েছে এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।
|