Home
 
সাতক্ষীরার লাবসায় প্রীতি ফুটবল ম্যাচ
ড্র করেছে কলারোয়া ফুটবল একাডেমি

আজকের কলারোয়া - 13/07/2019
সাতক্ষীরার লাবসায় প্রীতি ফুটবল ম্যাচে ড্র করেছে কলারোয়া ফুটবল একাডেমি ও স্বাগতিক লাবসা ফুটবল একাদশ। মঙ্গলবার (৯জুলাই) বিকেলে লাবসা ফুটবল মাঠে আয়োজিত ওই ম্যাচে ৩-৩ গোলে ড্র থেকে অমীমাংসিত থাকে। খেলার প্রথমার্ধের ১০মিনিটের মাথায় কলারোয়া ফুটবল একাডেমির ১২নম্বর জার্সিধারী খেলোয়াড় মারুফ গোল করে দলকে এগিয়ে নেন। ২৫মিনিটের মাথায় আবারো মারুফ নিজের ও দলের ২য় গোল করে ব্যবধান বাড়ান। খেলার মধ্যবিরতির আগ মুহুর্তে¡ লাবসা ফুটবল একাদশের ইব্রাহিম গোল করে ব্যবধান কমান। বিরতির পর কলারোয়ার সেই মারুফই নিজের হ্যাট্টিক গোলটি করে ৩-১ দলকে গোলে এগিয়ে নেন। খেলার শেষের দিকে লাবসার ইব্রাহিম নিজের ২য় গোল করেন। এর কিছুক্ষণ পরে লাবসার মিলন ১টি গোল করে দলকে সমতায় ফেরান। ম্যাচের শেষ বাশি যখন বাঁজে তখন স্কোরবোর্ডের ফলাফল ৩-৩ গোল। প্রীতি ম্যাচ হওয়াও ড্র থেকেই অমীমাংসিত ভাবে খেলাটি শেষ হয়। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মিজানুর রহমান। তাকে সহযোগিতা করেন সোহেল ও সাগর। লাবসা ফুটবল একাদশ আয়োজিত খেলাটি উপভোগ করেন অসংখ্য ফুটবলপ্রেমি।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com