|
কলারোয়ায় গ্রেপ্তার- ৩
আজকের কলারোয়া -
13/07/2019
কলারোয়ায় অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে ওয়ারেন্টভূক্ত ৩জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার চন্দনপুর ইউনিয়নের চান্দুড়িয়া গ্রামের মৃত আবু বক্করের ছেলে শহিদুল ইসলাম, কুশোডাঙ্গা গ্রামের মৃত আমির আলীর ছেলে আরব আলী ও খলসী গ্রামের জালাল মন্ডলের ছেলে বিল্লাল হোসেন।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনীর-উল-গীয়াস গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে গ্রেপ্তারকৃতদের সাতক্ষীরার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
|