Home
 
কলারোয়ার জয়নগরে
নতুন ভোটারদের ছবি তোলা কার্যক্রম শুরু

আজকের কলারোয়া - 13/07/2019
কলারোয়ার জয়নগর ইউনিয়নে নতুন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের পর শুরু হয়েছে ছবি তোলা ও আঙ্গুলের ছাপ নেয়া কার্যক্রম। বুধবার (১০জুলাই) সকাল ৯টা থেকে স্থানীয় জয়নগর ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্যক্রম শুরু হয়। জানা গেছে, ১০জুলাই ১,২,৩,৪,৫নং ওয়ার্ডের সকল ১৮বছর বয়সী ছেলে-মেয়ে এবং ভোটার না হওয়া প্রত্যেক ব্যক্তিদের ছবি ও আঙ্গুলের ছাপ নেয়া কার্যক্রম শুরু হয়। আর ১১জুলাই ৬,৭,৮,৯নং ওয়ার্ডের বাসিন্দাদের জন্য এ কার্যক্রম চলবে। ইউনিয়ন পরিষদের তথ্য অনুযায়ী, ১নং জয়নগর ইউনিয়নের সকল ওয়ার্ডের নতুন ভোটারের সংখ্যা আনুমানিক ১১শ’। জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান শামছুদ্দিন আল মাসুদ বাবু জানান, নতুন ভোটার হতে আসা ব্যক্তিদের এ সংক্রান্ত যেকোন সমস্যা তাৎক্ষনিক সমাধানের ব্যবস্থা নেয়া হয়েছে।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com