Home
 
কলারোয়ায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দুর্নীতি
তদন্তে দুর্যোগ ও ত্রাণ সচিব

আজকের কলারোয়া - 13/07/2019
কলারোয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুলতানা জাহানের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় দুর্নীতির সংবাদ প্রকাশের জের ধরে তদন্তে নেমেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তদন্তে আসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এটিএম কামরুল ইসলাম। তিঁনি সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালকে সাথে নিয়ে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের রুমে বসে তদন্ত শুরু করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ, সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, হেলাতলা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, কেরালকাতা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, সোনাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, কেড়াগাছি ইউপি চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল, চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, কয়লা ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, কুশোডাঙ্গা ইউপি চেয়ারম্যান আসলামুল ইসলাম আসলাম, দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান মফে, জালালাবাদের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারমান আবুল কালাম আজাদসহ গণমাধ্যম কর্মিরা। উপস্থিত চেয়ারম্যানগণ কলারোয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উপস্থাপন করেন। এবিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, কলারোয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। অভিযোগের সত্যতা গেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এটিএম কামরুল ইসলাম বলেন, কলারোয়া উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) বিরুদ্ধে একাধিক অভিযোগের ভিত্তিতে তিনি কলারোয়ায় এসেছেন। উপজেলা চেয়ারম্যান ও সকল ইউপি চেয়ারম্যানের সাথে বসে কথা বলেছেন। উপজেলায় অসম্পুর্ণ কাজগুলো দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। রাতে জেলা প্রশাসকের সাথে কথা বলে কি সিদ্ধান্ত নেয়া হয় তা পরে জানতে পারবেন। এবিষয়ে জানতে অভিযুক্ত পিআইও সুলতানা জাহানের সাথে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com