Home
 
কলারোয়ায় ইভটিজিং’র অভিযোগে যুবক গ্রেপ্তার
আজকের কলারোয়া - 13/07/2019
কলারোয়ায় ইভটিজিং এর অভিযোগে তরিকুল ইসলাম (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহষ্পতিবার (১১জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ভাদিয়ালী গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক তরিকুল উপজেলার দক্ষিণ ভাদিয়ালী গ্রামের বাবর আলীর ছেলে। থানা সূত্র জানায়- এসআই রইচ উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে ইভটিজিং-এর অভিযোগে (মেয়েদের উত্যক্তকারী) তরিকুলকে আটক করে। তার বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং-৭, তাং-১১/৭/১৯ইং) হয়েছে। পরে তাকে সাতক্ষীরার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস জানান, ‘যেখানে ইভটিজিং সেখানেই প্রতিরোধ। শেখ হাসিনার বাংলায় নারী নির্যাতনকারী, জঙ্গী, মাদক ব্যবসায়ী, এবং ইভটিজারের কোন ঠাই নাই। এই প্রত্যায় অন্তরে ধারণ করে কলারোয়া থানা পুলিশের নতুন উদ্যোমে এগিয়ে চলছে।’


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com