|
কলারোয়া সমাজসেবা অফিসেপুরুষ ও মহিলাদের মাঝে বয়স্ক ভাতা বিতরণ
আজকের কলারোয়া -
13/07/2019
কলারোয়া সমাজসেবা অফিসে পুরুষ ও মহিলাদের মাঝে বয়স্ক ভাতা বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার (১১জুলাই) সকাল থেকে উপজেলার কুশোডাঙ্গা ও হেলাতলা ইউনিয়নের ৩হাজার ভাতা ভোগীদের মাঝে ৪৫লক্ষ টাকা বিতরণ করা হয়। এতে নতুন, পুরাতন ও প্রতিস্থাপন সকল ভাতাভোগীরা তাদের ভাতার টাকা গ্রহণ করেন। সোনালী ব্যাংকের কর্মকর্তারা প্রত্যেক ভাতাভোগিদের মাসিক ৫শত টাকা হারে ৩ মাসের ১৫শত টাকা করে ভাতা প্রদান করেন। সেসময় বৃদ্ধ ভাতাভোগিদের শেষ বয়সে এমন সরকারি সুবিধা পেয়ে সন্তোষ প্রকাশ করতে দেখা যায়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন জানান, সরকারের নিয়মিত জনবান্ধব সেবার অংশ হিসেবে ভাতাভোগিদের মাঝে টাকা বিতরণ করা হয়েছে।
ভাতা প্রদানের সময় আরো উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসের মাঠ সহকারী হুমায়ুন কাদির, মাঠ সহকারী মিজিনুর রহমান, মাঠ সহকারী ফজলুর রহমান প্রমুখ।
|