Home
 
কলারোয়ায় আটক - ৬
আজকের কলারোয়া - 13/07/2019
কলারোয়ায় জুয়া খেলার অপরাধে ৬জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ব্রজবাকসা গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। শুক্রবার সকালে থানার এসআই রইচ উদ্দীন জানান, উপজেলার ব্রজবাকসা গ্রামের কছিমুদ্দিনের বসত বাড়ীর টিনের ঘরের বারান্দায় বসে ৬ব্যক্তি টাকা দিয়ে তাস খেলছিলো। পুলিশের উপস্থিত টের পেয়ে পালানোর চেষ্টাকালে পুলিশ ব্রজবাকসা গ্রামের আ. রশিদের ছেলে জাহাঙ্গীর হোসেন (৪২), মৃত গফ্ফার আলীর ছেলে জিয়ারুল ইসলাম (২৮), শহর আলীর ছেলে কছিমুদ্দিন (৩৫), মৃত হযরত আলীর ছেলে শরিফুল ইসলাম (৩২), মোহাম্মাদ সরদারের ছেলে সেলিম সরদার (৩০) ও মৃত সাজ্জাদ গাজীর ছেলে রফিকুল ইসলাম (৪০) কে আটক করা হয়। এসময় পুলিশ ওই স্থান থেকে তাস ও নগদ ২হাজার ৯শ ৫৫টাকা উদ্ধার করে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনীর-উল-গীয়াস জানান, আটকদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্যে জুয়া আইনে এর ৩/৪ ধারায় মামলা নং-৯(৭)১৯ হওয়ায় তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com