|
কলারোয়ায় উল্টো রথযাত্রা উৎসব
আজকের কলারোয়া -
13/07/2019
কলারোয়ায় সনাতন হিন্দু ধর্মাবলমন্বীদের উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হয়েছে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। শুক্রবার (১২জুলাই) বিকেলে উল্টো রথযাত্রায় বিপুল সংখ্যক ভক্তরা অংশ নেন। গত ৪ জুলাই রথযাত্রা উৎসব শুরু হয়।
পৌর সদরের তুলশীডাঙ্গা গোগ রাধাগোবিন্দ মন্দির থেকে ঝিকরা হরিতলা পূজা মন্ডপ পর্যন্ত উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়। রথযাত্রায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, সাধারণ সম্পাদক সিদ্ধেশ্বর চক্রবর্তী, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সন্দিপ রায়, হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রম কমিটির সভাপতি প্রভাষক কার্তিক চন্দ্র মিত্র, সন্তোষ কুমার পাল, দিলিপ অধিকারী চান্দু, উত্তম ঘোষ, উত্তম পাল, রবিন্দ্র নাথ ঘোষ, আনন্দ কুমারসহ নারী-পুরুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানস্থলে বিশেষ আমন্ত্রণে উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা আব্দুর রউফ উপস্থিত ছিলেন।
এদিকে, অনুরূপভাবে উত্তর মুরারীকাটি পালপাড়া থেকে উল্টো রথযাত্রা বের হয়। রথযাত্রাপূর্ব অনুষ্ঠানে উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, ওয়ার্কাস পার্টির নেতা অধ্যাপক আবুল খায়ের, নরেন্দ্র নাথ ঘোষ, জীবন ঘোষ, গোষ্ট চন্দ্র পাল, সুনীল দাস, অসিত কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।
|