|
কলারোয়ায় মাদক ব্যবসায়ীসহ ৩ব্যক্তি আটক
আজকের কলারোয়া -
18/07/2019
কলারোয়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী ও দুইজন ওয়ারেন্টভূক্ত আসামিকে আটক করেছে পুলিশ।
থানা সূত্র জানায়- সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের সাবানার মোড় থেকে ২১পিচ ইয়াবা ট্যাবলেটসহ ইয়াসিন সরদার (৩৮) কে পুলিশ আটক করে। সে বোয়ালিয়া গ্রামের মৃত আব্দুল লতিফ সরদারের পুত্র। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
এদিকে, অপর অভিযানে সোমবার দিবাগত রাত আড়াইটার (মঙ্গলবার) দিকে ওয়ারেন্টভূক্ত আসামি পৌরসভাধীন তুলশীডাঙ্গা গ্রামের সিদ্দিক রায়হানের পুত্র জাবিদ রায়হান লাকি ও সুনিল কুমারের পুত্র তারাপদ কুমারকে তাদের বাড়ি থেকে পুলিশ আটক করে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস জানান, আটককৃতদের মঙ্গলবার সাতক্ষীরার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
|