Home
 
‘ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি
ভালো মানুষ হওয়া জরুরী’..... কলারোয়ার ওসি মুনীর

আজকের কলারোয়া - 18/07/2019
কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বাল্যবিবাহ রোধ, মাদকাসক্তি ও দুর্নীতি বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস। উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে ওসি মুনীর-উল-গীয়াস বলেন- ‘ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়া জরুরী। ছোটবেলা থেকেই নীতি-নৈতিককে প্রাধান্য দিলে সারাজীবন মনের সুখ পাওয়া যায়।’ তিঁনি আরো বলেন- ‘বাল্যবিবাহ, মাদকাসক্ত আর দুর্নীতি একই সুতোয় গাথা। সকলে মিলে এগুলো প্রতিরোধ করতে হবে। আমাদের যে যার অবস্থান থেকে নিজেকে শপথ নিতে হবে যে, আমি বাল্যবিবাহ করবো না-করতে দেবো না, আমি মাদক গ্রহণ করবো না, দুর্নীতি করবো না। তাহলে হয়তো আমরা সুন্দর একটি সমাজ গড়তে পারবো।’ সোনাবাড়িয়া হাইস্কুল আয়োজিত উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) বাস্তবায়নে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস। প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা দুপ্রকের সভাপতি ও স্কুলটির প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, সহ.সভাপতি আলহাজ্ব কাজী শামছুর রহমান, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সদস্য জুলফিকারুজ্জামান জিল্লু, হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক জিয়ারুল হক, সহকারী শিক্ষক স্বপন কুমার চৌধুরী, আব্দুল জব্বার, শওকত আলী, ম্যানেজিং কমিটির সদস্য শহীদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক রুহুল কুদ্দুস মন্টু।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com