|
কলারোয়ার ধানদিয়া থেকে সিংহলালরাস্তা সংষ্কার
আজকের কলারোয়া -
18/07/2019
কলারোয়ার ধানদিয়া বাজার থেকে সিংহলাল বাজার পর্যন্ত ৫কিলোমিটার রাস্তা নির্মান কাজ এগিয়ে চলছে। দীর্ঘদিন যাবত ভাঙ্গাচুড়া ও নষ্ট থাকা রাস্তাটি সংষ্কারে জনমনে স্বস্তি ফিরেছে। ওই রাস্তা দিয়ে চলাচলে এতদিনের ভোগান্তি এখন সুখকর হওয়ার দ্বারপ্রান্তে। খুব শিগগিরই রাস্তা সংষ্কারের কাজ সম্পন্ন হবে বলে প্রত্যাশা করেছেন ১২নং যুগিখালি ইউপি সদস্য এরশাদ আলী। তিনি জানান- ‘আবহাওয়া যদি অনুকূলে থাকলে দেড় মাসের মধ্যে এ কাজ শেষ হওয়ার কথা।
কয়েকজন পথচারী ও বিভিন্ন যানবাহনের চালকরা জানান- এতোদিন বেশ ভোগান্তিতে ছিলেন তারা। তবে সম্প্রতি সংষ্কারের উদ্দেশ্যে রাস্তার দু’ধারে ইট, বালি আনা হয়েছে। খোয়া তৈরি চলমান। কিছু স্থানে ম্যাকাডমের কাজ শুরু হয়েছে। সবমিলিয়ে রাস্তার সংষ্কাররের বাস্তববতায় স্বস্তির নি:শ্বাস ফেলেছেন এতোদিন কষ্টের মধ্যে থাকা ভূক্তভোগিরা।
তবে ভিন্ন কথা জানিয়েছেন ১নং জয়নগর ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন আল মাসুদ বাবু। তিঁনি জানিয়েছেন- ‘রাস্তার কাজে নিন্মমানের ইট ব্যবহার হচ্ছে। বরাদ্দকৃত অর্থ নয়-ছয় করে অর্থের সঠিক ব্যবহার হচ্ছে না। তিঁনি কাজটি অতিসত্তর বন্ধের দাবি জানিয়েছেন।
|