|
কলারোয়ায় পৌর আ.লীগের কর্মী সমাবেশসদস্য ফরম বিতরণ
আজকের কলারোয়া -
18/07/2019
কলারোয়া পৌর আওয়ামীলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬জুলাই) বিকেলে বাসস্ট্যান্ডস্থ বিশ্বাস মার্কেট চত্বরে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য ফরম বিতরণ কর্মসূচীর ধারাবাহিকতায় কলারোয়া উপজেলায় সদস্য ফরম বিতরণ করা হয়।
উপজেলা আ.লীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব বিএম নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, সাবেক ছাত্রলীগ নেত্রী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, উপজেলা আ.লীগের সাংগাঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক, পৌর আ.লীগের সভাপতি আজিজুর রহমান ও উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুর রহিম।
উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সম মোরশেদ আলীর পরিচালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আ.লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা এনায়েত খান টুন্টু, সরদার জিল্লুর, শহিদ আলী, শফিউল আলম সফি, মোস্তাফিজুর রহমান মোস্ত, মোস্তফা জাহাঙ্গীর আলম শিমুল, কলারোয়া পৌর কাউন্সিলর ইমাদ হোসেন, কাউন্সিলর আলফাজ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে পৌর আ.লীগের সভাপতি সহ নেতৃবৃন্দের কাছে দলীয় সদস্য ফরম তুলে দেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
|