Home
 
৭১জন জিপিএ-৫
কলারোয়ায় এইচএসসি’তে পাসের হার ৬৮%

আজকের কলারোয়া - 18/07/2019
কলারোয়া উপজেলার ১১টি কলেজ থেকে এবারের এইচ.এস.সি পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ১৮৮৩জন। পাশ করেছে ১৩৬২ জন ছাত্র-ছাত্রী। জিপিএ-৫ পেয়েছে ৬৭জন। মোট পাসের হার ৬৮%। ৯টি এমপিওভুক্তসহ ১১টি কলেজের মধ্যে এ বছর এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে ৬টি কলেজ থেকে ৭১জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। কলেজগুলোর মধ্যে কলারোয়া সরকারি কলেজ থেকে ৩৫জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উপজেলা শীর্ষে অবস্থান করেছে। কলেজটি থেকে এবছর মোট ৬২৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে ৪৯৪ জন শিক্ষার্থী পাশ করেছে। তাদের মধ্যে মানবিক বিভাগ থেকে ৪৪৯ জনের মধ্যে ১৪ জন জিপিএ-৫ পেয়ে ৩৪১ জন, বিজ্ঞান বিভাগ থেকে ১১৯ জনের মধ্যে ১৯ জন জিপিএ-৫ পেয়ে ৮৮ জন এবং বানিজ্য বিভাগ থেকে ৮০ জনের মধ্যে ২ জন জিপিএ-৫ পেয়ে ৬৫ জন কৃতকার্য হয়েছে। পাশের হার ৭৮.৯১ ভাগ। এদিকে, কলারোয়া শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ থেকে ১৬জন জিপিএ-৫ পেয়ে উপজেলার দ্বিতীয় স্থান অধিকার করেছে। এদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৯ জন এবং মানবিক বিভাগ থেকে ৫ জন ও বিএম শাখা থেকে ২ জন। ২৫৩জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৭০-জন জিপি এ- ৫হল ১৪ জন পাসের হার ৬৭%। তৃতীয় স্থান অধিকার করেছে বেগম খালেদা জিয়া কলেজ। মোট পরীক্ষার্থী ছিল ২২২ জন, পাস করেছে ১৭৪ জন,জিপিএ ৫ হল ২ জন।পাসের হার ৭৮.৩৪%। এছাড়া ছলিমপুর হাজি নাছিরউদ্দীন কলেজ থেকে ৩ জন, চন্দনপুর কলেজ থেকে ৩ জন, সোনাবাড়িয়া সোনার বাংলা কলেজ থেকে ৩ জন, বেগম খালেদা জিয়া থেকে ৯ জন। তবে তার মধ্যে বিএম থেকে ৭ জন, ও বঙ্গবন্ধু মহিলা কলেজ থেকে ১ জন জিপিএ-৫ পেয়েছে। জানা গেছে- চন্দনপুর ইউনাইটেড কলেজে ১৫৬ শিক্ষার্থীর মধ্যে ১০৩ পাশ করেছে, জিপিএ-৫ পেয়েছে ৩জন। বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের ৫২ শিক্ষার্থীর মধ্যে ৪৭ জন পাশ করেছে। ছলিমপুর হাজী নাছিরউদ্দীন কলেজ থেকে ১৭৮শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১০৩ জন, জিপিএ-৫ পেয়েছে ৩জন। কাজীরহাট কলেজ থেকে ১৩০ জনের মধ্যে পাশ করেছে ৯১ জন। সোনার বাংলা কলেজ থেকে ১৪৪ শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১০৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৩জন। বঙ্গবন্ধু মহিলা কলেজ থেকে ৭৭জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪৬জন, পাসের হার ৫৯%, জিপিএ-৫ ১জন। সবমিলিয়ে উপজেলার ১১টি এইচ.এস.সি পরীক্ষার্থী ছিল ১৮৮৩জন। পাশ করেছে ১৩৬২ জন ছাত্র-ছাত্রী। জিপিএ-৫ পেয়েছে ৬৭জন। মোট পাসের হার ৬৮%। এসকল কলেজের মোট শিক্ষক ও কর্মচারী আছে প্রায় ৭৬০ জন। প্রত্যকটি কলেজে জিপিএ-৫ পাওয়ার বিষয়টি নিশ্চিত কলেজেন স্ব-স্ব কলেজের অধ্যক্ষরা।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com