|
কলারোয়ায় ছাত্র-ছাত্রীদের কুইজ প্রতিযোগিতা
আজকের কলারোয়া -
18/07/2019
কলারোয়ায় ছাত্রছাত্রীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জনসাধারণের মাঝে বিজ্ঞান সাক্ষরতা ও বিজ্ঞান শিক্ষার উৎসাহ সৃষ্টির লক্ষ্যে বুধবার বেলা ১১টার দিকে (১৭জুলাই) ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে কলারোয়ার সমাজ উন্নয়নমূলক প্রতিষ্ঠান ‘মৃত্তিকা’ উপজেলার কয়লা হাইস্কুলের হলরুমে সেখানকার শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় ৯ম ও ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। ৯ম শ্রেণির দলনেতা সুব্রত ও ১০ম শ্রেণির দলনেতা রিফাত নেতৃত্ব দেন। কুইজে ১০ম শ্রেণি বিজয়ী হয়। বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাসীন আলী। কয়লা হাইস্কুলের প্রধান শিক্ষক ও কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মনিরুজ্জামান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিরেন আশাশুনির মহিষাডাঙ্গা কলেজের অধ্যক্ষ আক্তরুল আলম, আয়োজক ‘মৃত্তিকা’র পরিচালক আব্দুস সালাম, সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, সিরাজুল ইসলাম, আব্দুস ছাত্তার, জেসসিন নাহার বিউটি, খাদিজা খাতুন, লতা পারভিন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সিরাজুল ইসলাম।
|