|
কলারোয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে ঘর বরাদ্দের নামে১৫ হাজার টাকা নেয়ার অভিযোগ
আজকের কলারোয়া -
18/07/2019
কলারোয়ায় সরকারি ঘর দেয়ার নামে ১৫হাজার টাকা নিয়ে আতœসাতের অভিযোগ তুলে ধরে এক ইউপি সদস্যের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে লিখিত অভিযোগ করেছেন এক মহিলা। মঙ্গলবার সকালে ওই অভিযোগ করেন কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের খলিল সানার স্ত্রী রহিমা খাতুন।
তিনি অভিযোগে বলেছেন- ওই ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল বিশ্বাস গত দুইবছর পূর্বে তার নামে সরকারি ঘর দেবেন বলে ওই এলাকার শেখ মফেজ উদ্দীন ও লিটন সানার সামনে নগদ ১৫ হাজার টাকা গ্রহন করেন। অথচ তার নামে কোন ঘর বরাদ্দ হয়নি। ইউপি সদস্য রেজাউল বিশ্বাসের কাছে টাকা ফেরত চাইলে তিনি বিভিন্ন তালবাহনা করে হুমকি দিচ্ছেন। মহিলা নিরুপায় হয়ে উক্ত টাকা ফেরত পাবার প্রত্যাশায় উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে লিখিত ভাবে অভিযোগ করেন।
অভিযুক্ত ইউপি সদস্য রেজাউল বিশ্বাসের মোবাইল বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
|