|
কলারোয়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন
আজকের কলারোয়া -
18/07/2019
জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উদযাপন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে কলারোয়া মৎস্য অফিস। বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হল রুমে ওই সংবাদ সম্মেলনে সপ্তাহব্যাপি বিভিন্ন কর্মসূচির বিষয়ে আলোকপাত করা হয়।
‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’; ‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রথম দিনে গণমাধ্যাম ব্যক্তিদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আর.এম সেলিম শাহনেওয়াজ।
এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল, সহকারী মৎস্য অফিসার শরিফুল ইসলাম, ক্ষেত্র সহকারী হারুনর রশীদ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের সিনিয়র সহ.সভাপতি সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, দপ্তর সম্পাদক সুজাউল হক, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, আব্দুর রহমান, সদস্য সরদার জিল্লুর রহমান, হাবিবুর রনি, কলারোয়া নিউজের আদিত্য বিশ্বাস, পৌরসভা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী, সাংবাদিক সংস্থার সভাপতি কামরুজ্জামান, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, আতাউর রহমান, এমএ সাজেদ, আসাদুজ্জামান আসাদসহ সাংবাদিক বৃন্দ। ১৭জুলাই থেকে ২৩জুলাই পর্যন্ত মৎস্য সপ্তাহে র্যালি, আলোচনা সভা, পোনা মাছ অবমুক্তকরণ, প্রচার-প্রচারণাসহ বিভিন্ন কর্মসূচী পালিত হবে।
|