|
কলারোয়ায় ওয়ার্কার্স পার্টির সভা
আজকের কলারোয়া -
19/07/2019
কলারোয়ায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উপজেলা শাখার এক জরুরী সভা বৃহস্পতিবার বিকেলে কলারোয়া পাবলিক ইনস্টিটিউট পাঠাগারে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আগামী দশম জাতীয় কংগ্রেসের রাজনৈতিক ও সাংগঠনিক প্রস্তাবের খসড়া দলিল বিতরণ করা হয়। সভায় সদস্য পদ নবায়নসহ কৃষক/ক্ষেতমজুর ও ছাত্র গণসংগঠনের কার্যক্রম ত্বরাণি¦ত করার বিষয়ে আলোচনা করা হয়।
স্বাগত বক্তব্য দেন সংগঠনের উপজেলা শাখার সম্পাদক অধ্যাপক আবুল খায়ের।
সভায় আলোচনা করেন ও উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা শাখার সম্পাদকমন্ডলীর সদস্য সন্তোষ কুমার পাল, শেখ জুলফিকারুজ্জামান, আবু হায়াত বাবু, আব্দুল কাদের, রবিউল ইসলাম, জামারুদ্দিন খান, সাহেব আলি, নূর ইসলাম, সুব্রত দাস, শাহানুর রহমান প্রমুখ।
|