Home
 
কলারোয়ায় ওয়ার্কার্স পার্টির সভা
আজকের কলারোয়া - 19/07/2019
কলারোয়ায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উপজেলা শাখার এক জরুরী সভা বৃহস্পতিবার বিকেলে কলারোয়া পাবলিক ইনস্টিটিউট পাঠাগারে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আগামী দশম জাতীয় কংগ্রেসের রাজনৈতিক ও সাংগঠনিক প্রস্তাবের খসড়া দলিল বিতরণ করা হয়। সভায় সদস্য পদ নবায়নসহ কৃষক/ক্ষেতমজুর ও ছাত্র গণসংগঠনের কার্যক্রম ত্বরাণি¦ত করার বিষয়ে আলোচনা করা হয়। স্বাগত বক্তব্য দেন সংগঠনের উপজেলা শাখার সম্পাদক অধ্যাপক আবুল খায়ের। সভায় আলোচনা করেন ও উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা শাখার সম্পাদকমন্ডলীর সদস্য সন্তোষ কুমার পাল, শেখ জুলফিকারুজ্জামান, আবু হায়াত বাবু, আব্দুল কাদের, রবিউল ইসলাম, জামারুদ্দিন খান, সাহেব আলি, নূর ইসলাম, সুব্রত দাস, শাহানুর রহমান প্রমুখ।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com