|
কলারোয়া মৃত্তিকা আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা
আজকের কলারোয়া -
19/07/2019
কলারোয়া ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে জনসাধারনের মধ্যে বিজ্ঞান সাক্ষরতা ও বিজ্ঞান শিক্ষার উৎসাহ সৃষ্টির লক্ষে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মৃত্তিকা সমাজ উন্নয়নমূলক প্রতিষ্ঠানের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে কলারোয়া উপজেলার বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ৯ম ও ১০ ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেত্রবর্তী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল। বিতর্ক প্রতিযোগিতায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব ডা. আব্দুল জব্বার, আশাশুনি মহিষাডাঙ্গা কলেজের অধ্যক্ষ আক্তারুল আলম, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, মৃত্তিকা সমাজ উন্নয়নমূলক প্রতিষ্ঠান কেঁড়াগাছীর পরিচালক আব্দুস সালাম, বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মশিউর রহমান, তজিবুর রহমান, আনারুল ইসলাম প্রমুখ।
বিতর্ক প্রতিযোগিতায় ১০ম শ্রেণির শান্তা, জেরিন, ৯ম শ্রেণির মোজাহিদ, মাহি, মোহিত লাল, তাসনিম ও তাদের বন্ধুরা অংশ নেন। প্রতিযোগিতায় ১০ম শ্রেণির শিক্ষার্থীরা বিজয় লাভ করে। বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এনজিও প্রতিনিধি আশরাফ হোসেন।
|