Home
 
কলারোয়ায় ব্যবসায়ীর বাড়ী ভাংচুর ॥ আহত- ২
আজকের কলারোয়া - 19/07/2019
কলারোয়া সীমান্তে এক ব্যবসায়ীর বাড়ীতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে একটি মিনি ট্রাক, বাড়ী ঘর ভাংচুর করে বিচালীর আগুন দিয়ে জ্বালানীর চেষ্টা করেছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উপজেলার বেলী গ্রামে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী উপজেলার বেলী গ্রামের রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে প্রতিবেশী মোখলেছুর রহমান, মজিদ মোড়ল, আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, গোলাপ রহমান, আমিনুর রহমান, ইমাদুল ইসলাম, আলামিন, আজিবার রহমান, জাহাঙ্গীর হোসেন, আব্দুর রশিদ দলবদ্ধ হয়ে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়ীতে এসে গালিগালাজ করে। প্রতিবাদ করাতে তারা ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। এ সময় ব্যবসায়ী রফিকুল ইসলাম (৫৪) কে ধরে এলোপাতাড়ী ভাবে মারপিট শুরু করে। এছাড়া তার স্ত্রী মছুরা বেগম (৪৮) স্বামীকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও এলোপাতাড়ী ভাবে কুপিয়ে জখম করে। এসময় সন্ত্রাসীরা ব্যবসায়ী রফিকুল ইসলামের একটি যশোর-নং-১১-০২৬৮ মিনি ট্রাক ভাংচুর করে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করে। এর আগে ওই সন্ত্রাসীরা বাবসায়ীর বাড়ী ঘর ভাংচুর করে বিচালী দিয়ে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করে। বর্তমানে আহত গৃহবধূকে কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় কলারোয়া থানায় ১১জনের নাম উল্লেখ্য করে একটি অভিযোগ দিয়ে ব্যবসায়ী রফিকুল ইসলাম।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com