|
কলারোয়ায় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান
আজকের কলারোয়া -
24/07/2019
কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ‘মাছ চাষে গড়বো দেশ, বদলে দেবো বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানে মূল্যায়ন ও ক্রেষ্ট বিতরণ করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাসীন আলী, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রবীন্দ্রনাথ মন্ডল, সহকারী মৎস্য অফিসার রাশিদুল হক, ক্ষেত্রসহকারী হারুন-অর-রশিদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও উপজেলার প্রান্তিক মৎস্য চাষী ও ব্যবসায়ীরা।
অনুষ্ঠান শেষে কার্প মিশ্র চাষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের আবুল হোসেন, উপজেলার বাটরা গ্রামের আক্তারুল ইসলাম কার্প গলদা মিশ্র চাষ, উপজেলার খলসী গ্রামের রফিকুল ইসলাম হ্যাচারী এন্ড নাসারী, উপজেলার কেরালকাতা গ্রামের মুনজুর হোসেন পাঙ্গাস চাষ ও উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামের আমিরুল ইসলাম পোনা নার্সারী চাষ করে সফলতা অর্জন করায় তাদের প্রত্যেকের মধ্যে একটি করে ক্রেস্ট প্রদান করা হয়।
|