|
দ্রুতগতির ইঞ্জিনভ্যানের ধাক্কায়কলারোয়ায় শ্রীভানী নামে এক মহিলা নিহত
আজকের কলারোয়া -
24/07/2019
কলারোয়ায় দ্রুতগতির ইঞ্জিনভ্যানের ধাক্কায় এক মহিলা নিহত হয়েছে। নিহত শ্রীভানী (৫৫) উপজেলার ওফাপুর গ্রামের গোপাল পালের স্ত্রী। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে কলারোয়া-সরসকাটি সড়কের ওফাপুর মোড়ে ওই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত শ্রীভানীকে সাতক্ষীরা হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওফাপুর মোড়ে দাঁড়িয়ে ছিলেন শ্রীভানী। সেসময় কলারোয়ামুখি একটি দ্রুতগতির ইঞ্জিনভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ইঞ্জিনভ্যানের ধাক্কায় সে ছিটকে পাকা রাস্তার উপর পরে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে এক ভ্যানচালক তাকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য তিনি মারা গেছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
|