|
আমাদের কলারোয়া’ প্রকল্প পরিদর্শনেওয়াটারএইড’র দক্ষিন এশিয়ার প্রতিনিধি দল
আজকের কলারোয়া -
26/07/2019
কলারোয়া পৌরসভায় ঢাকা আহ্ছানিয়া মিশনের ‘আমাদের কলারোয়া’ প্রকল্প পরিদর্শন করেছেন ওয়াটারএইড’র দক্ষিন এশিয়ার আঞ্চলিক প্রতিনিধি দল।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রতিনিধি দলের সদস্যরা কলারোয়া পৌরসভা পরিদর্শন ও পৌরসভার পানি শাখার কার্যক্রম উদ্বোধন করেন।
এছাড়া পৌরসভার গদখালী কলেজপাড়া, গোপিনাথপুর গাজিপাড়া নিরাপদ পানি প্রযুক্তি ও মুরারীকাটি সিডকো পানি প্রযুক্তি পরিদর্শন করেন প্রতিনিধি দলটি।
পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা প্রকল্পের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। এসময় স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ওয়াটারএইডের দক্ষিন এশিয়ার আঞ্চলিক পরিচালক টমাস পলাকুডাইল, আঞ্চলিক প্রোগ্রাম ম্যানেজার ইয়ান স্টুয়ার্ট গেভিন, ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. খাইরুল ইসলাম, ওয়াটারএইড বাংলাদেশের প্রোজেক্ট অফিসার সুমন কুমার সাহা, ঢাকা আহ্ছানিয়া মিশন ‘আমাদের কলারোয়া’ প্রকল্পের প্রোজেক্ট ম্যানেজার মো. বিপ্লব হোসেন প্রমুখ।
|