Home
 
কলারোয়ার কাকডাঙ্গা মাদরাসায়
দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা

আজকের কলারোয়া - 26/07/2019
কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদরাসায় দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মের মাঝে সততা, নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বিতর্ক, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫জুলাই) সকালে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার আয়োজিত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যেগে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাকডাঙ্গা মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, প্রতিষ্ঠানটির বিদ্যুতসাহী সদস্য শাহিনুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ, প্রভাষক অহিদুজ্জামান, মাওলানা সামছুল আলম, প্রভাষক আব্দুস সবুর, সাংবাদিক শফিকুর রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্রীড়া শিক্ষক মাওলানা শহিদুল্লাহ। প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com