|
মিথ্যা গুজবে কান না দিয়ে সত্যের পক্ষে থাকতে হবে........... ভারপ্রাপ্ত এসপি ইলতুৎমিশ
আজকের কলারোয়া -
26/07/2019
ছেলেধরা গুজব সংক্রান্ত সতর্কীকরণে ও জনসচেতনায় কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎমিশ বলেন- গুজব একটা ভয়ংকর ব্যাধি। মিথ্যা গুজবে কান না দিয়ে সত্যের পক্ষে থাকতে হবে। আইনশৃংখলা রক্ষায় পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সম্পৃক্ততা অবশ্যম্ভাবী।’ তিঁনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন- ‘কেউ আইন নিজে হাতে তুলে নিলে পুলিশে হাত গুটিয়ে বসে থাকবে না। আপনি যে কারনেই একজন মানুষকে আঘাত করেন সেটা সর্বক্ষেত্রেই অপরাধ। তাই আসুন আমরা সবাই নিজেদেরকে অপরাধমুক্ত রাখার চেষ্টা করি।’
বুধবার সন্ধ্যার পর উপজেলার বামনখালী ও সরসকাটিতে সকলের সচেতন থাকার আহবান জানিয়ে জেলার শীর্ষ এই পুলিশ অফিসার আরো বলেন- একটি কুচক্রি মহল এর আগেও অনেক গুজব ছড়িয়েছে। কিন্তু সেগুলো যে মিথ্যা সেটা সকলের কাছে প্রতীয়মান। সুতরাং গুজবে অতিউৎসাহিত না হয়ে এ সংক্রান্ত যেকোন বিষয় পুলিশকে জানান কিংবা ৯৯৯নং ফোন দিবেন।’
ছেলেধরা গুজব সম্পর্কে সচেতনতা মূলক প্রচারনার অংশ হিসেবে ওই সভায় কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন আল মাসুদ বাবুসহ জেলা পুলিশের কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।কাটি বাজারের পৃথক দু’টি স্থানে আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্যকালে তিনি এ কথা বলেন।
|