|
স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন 'প্রিমিয়ার ছাত্রসংঘ'কলারোয়ায় জনসচেতনতায় গুজববিরোধী মানববন্ধন
আজকের কলারোয়া -
26/07/2019
বাংলাদেশের বিভিন্ন স্থানে মিথ্যা গুজব ছড়িয়ে নিরীহ সাধারণ মানুষকে বর্বরোচিত হত্যা, পেটানো, ধর্ষণ ও সাম্প্রদায়িক শক্তির অপতৎপরতার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কলারোয়ায় মানববন্ধন করেছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন 'প্রিমিয়ার ছাত্রসংঘ'। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের গেটের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, সংবাদকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ স্বতস্ফুর্ত অংশ নেন।
সংগঠনটির প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়া প্রবাসী আলতাফ হোসেন লাল্টুর অনুপ্রেরণায় ও প্রতিষ্ঠাতা সভাপতি মালেশিয়া প্রবাসী আফজাল ফুয়াদ অভির প্রচেষ্টায় আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন- ‘গুজবে কান না দিয়ে সত্যের পথে থাকতে হবে। কোনভাবেই আইন নিজের হাতে তুলে নেয়া যাবে না।’
বক্তারা জনসচেতনতা উপর গুরুত্বারোপ করেন, গুজব সৃষ্টিকারী, ধর্ষক, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ- আইন নিজের হাতে তুলে না নিয়ে অপরাধীকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিন, শীর্ষক স্লোগান সম্বলিত ব্যানারে মানববন্ধনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার গোলাম মোস্তফা, প্রিমিয়ার ছাত্রসংঘের উপদেষ্টা শিক্ষক রাশেদুল হাসান কামরুল, উপদেষ্টা ডা. আমানুল্লাহ আমান, এমএ সাজেদ, প্রিমিয়ার ছাত্রসংঘের সাধারণ সম্পাদক আশিকুজ্জামান শুভ, কেঁড়াগাছি ইউনিয়নের সভাপতি তৌহিদুজ্জামান, সাধারণ সম্পাদক শামিম রেজা, সাকিবুজ্জামান প্রমুখ।
|