|
ফারিয়া রেজা মেঘাভবিষ্যতে নারী উদ্যোক্তা হতে চায়
আজকের কলারোয়া -
18/07/2019
ফারিয়া রেজা মেঘা যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে পরীক্ষায় অংশ গ্রহন করেএইচএসসি পরীক্ষায় জিপিএ(৪.৮৩) 'এ' পেয়ে উত্তীর্ণ হয়েছে।
মেঘা যশোরের শার্শা উপজেলার জামতলা গ্রামের মোঃ রিজাউল করিম ও নাসরিন সুলতানা লিনার একমাত্র কন্যা এবং কলারোয়ার খোরদো প্রেস ক্লাব সভাপতি মেহেদী মাসুদ,উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী রুবেল, দেয়াড়ার যুবলীগ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানের একমাত্র ভাগ্নে। কলারোয়ার দলুইপুর গ্রামে তার নানা বাড়ি।
মামা মেহেদী রুবেল জানান, এর আগে তার পিতার চাকরির জনিত কারনে প্রথমে মেঘা ঢাকার রাইজিং স্টার প্রিক্যাডেটে হাতে খড়ি শুরু হয়। পরবর্তিতে সিলেট থেকে প্রাথমিক ও মাধ্যমিক সম্পন্ন করে। আগামীতে আরো ভাল ফলাফলের আশা রেখে এইচ এস সি’র এই ফলাফলে সন্তষ্ট মেঘা ভবিষ্যতে নারী উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার আগ্রহ প্রকাশ করেছেন।
মেঘা তার মা-বাবা,শিক্ষক ও নানা-নানী, মামাদের অনুপ্রেরণায় ভালো ফলাফল করেছে বলে জানিয়ে সকলের দোয়া কামনা করেছেন।
|