Home
 
কলারোয়ায় নবম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা
আজকের কলারোয়া - 24/07/2019
কলারোয়ার জয়নগর গ্রামে শেফালী খাতুন (১৪) নামের এক ছাত্রী আত্মহত্যা করেছে। সে স্থানীয় বদরুন্নেছা গার্লস হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রী। সোমবার (২২জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে সে নিজের ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। জানা গেছে মেয়েটির মা তাসলিমা খাতুন (৪০) ঘরে ঢুকে দেখতে পান তার মেয়ের নিথর দেহ ঘরের আড়ায় ঝুলছে। মায়ের চিৎকার চেঁচামেচিতে মানুষজন জড়ো হয়ে শেফালি খাতুনের লাশ নিচে নামানো হয়। তাৎক্ষনিক সরসকাটি পুলিশ ফাড়িতে খবর দিলে ফাড়ির আইসি আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে সেটা প্রাথমিকভাবে জানা যায়নি। স্থানীয়রা জানিয়েছেন শেফালি খাতুনের পিতা হাসেম আলী (৫০) মানিকনগরের বাসিন্দা। ৮/১০ বছর আগে হাসেম আলী স্ত্রী তাসলিমা খাতুনকে ত্যাগ করেন। তারপর থেকে তাসলিমা খাতুন তার ভাই লতিফ সরদারের বাড়িতে মেয়েকে নিয়ে বসবাস করতেন। মেয়ের মৃত্যুতে মা সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে, পরিবার ও স্থানীয়দের অনাপত্তিতে লাশ মঙ্গলবার জোহর নামাজের পর দাফন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com