Home
 
জমি সংক্রান্ত বিরোধ ....
কলারোয়ায় ছেলের মারপিটে বৃদ্ধ পিতা হাসপাতালে !

আজকের কলারোয়া - 24/07/2019
কলারোয়ায় জমি ভাগাভাগিকে কেন্দ্র করে বৃদ্ধ পিতাসহ ৩ ব্যক্তিকে পিটিয়ে আহত করেছে ছেলে । আহত পিতা কলারোয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার বৈদ্যপুর গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, উপজেলার বৈদ্যপুর গ্রামের বৃদ্ধ আয়ছোদ্দী সরদারের (৮০) জমি তার ছেলেরা ভাগাভাগি করে নিচ্ছিলেন। এনিয়ে বৃদ্ধ পিতার সাথে কথা কাটাকাটি হয় ছেলে এরশাদ আলীর। একপর্যায়ে ছেলে এরশাদ আলী ক্ষিপ্ত হয়ে বৃদ্ধ পিতা আয়ছোদ্দীকে মারপিট করে। এসময় বাধা দিতে গেলে আব্বাস সরদার (৪০) ও শাহিদা খাতুন (৩০) আহত হন। পরে আহতদের উদ্ধার করে কলারোয়া হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে কলারোয়া থানায় একটি অভিযোগের প্রস্তুতি চলছিল বলে জানা যায়।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com